প্রধান শিক্ষকের বাণী

HM_OFFICE
জনাব কাওছার আহম্মদ, প্রধান শিক্ষক

        লালপুর বালুধূম উচ্চ বিদ্যালয়টি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়া যা মানুষকে আলোকিত করে তাদের আচরণে কাঙ্খিত পরিবর্তন আনে। শিক্ষা হলো শরীর, মন ও আত্মার সুসংগত বিকাশ। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। একটি সুশিক্ষিত জাতি গঠনে সরকারের পাশাপাশি সমাজের সকলের সহযোগিতা করা উচিত। সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছে। এখন স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার বদ্ধ পরিকর। তাই আমদের সকলের সরকারের শিক্ষা ব্যবস্থাপনায় সহযোগিতা করা উচিত। স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের দরকার দক্ষ ব্যবস্থাপনা, তরুণ ও অভিজ্ঞ শিক্ষক। সকলের সহযোগিতায় ধীরে ধীরে বিদ্যালয়টি সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। বিদ্যালয়টির ফলাফল সন্তোষজনক। বিদ্যালয়টির বর্তমান পরিবেশ অত্যন্ত মনোরম ও সুন্দর। বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে এলাকার সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছি।

       পরিশেষে বিদ্যালয়টির প্রয়াত প্রতিষ্ঠতা প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সংশ্লিষ্ট সকলের আত্মার মাগফেরাত কামনা করছি। বিদ্যালয়টির সার্বিক উন্নয়নে বর্তমান ম্যানেজিং কমিটি, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

কাওছার আহম্মদ
প্রধান শিক্ষক
লালপুর বালুধূম উচ্চ বিদ্যালয়
লালপুর বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর।